Disclaimers
বিডিজব18 তে যে সকল চাকুরীর খবর আর্টিক্যাল প্রকাশ করা হবে তা রেগুলার বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারী বেসকারী ওয়েবসাইট নিউজ পেপার থেকে যাচাই বাছাই করার পর প্রকাশ করা হবে। সুতরাং যদি কেউ এটা চাকুরীর আবেদন করতে গিয়ে বা আবেদন করার মাধ্যমে কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা তার ভূলের কারণে হবে। এরজন্য কোন দায় দায়িত্ব বিডিজব18 বহন করবে না বা বিডিজব18 এর উপর আসবে না।
আর বিডিজব18 এ প্রকাশিত সকল তথ্য কোথাও থেকে কপি করা হয়নি বা ভাবিষৎতে করা হবে না। কিন্তু বিভিন্ন রির্সাচের মাধ্যমে সার্কুলার খুজে বের করে পাবলিশ করা হয়। তাই এর সকল অর্জন বিডিজব18 আর এর এ্যাডমিনের হবে।
বিডিজব18 এর সকল কিছুর গোপনীয়তা রক্ষা করার দায়-দায়িত্ত সকল সহকারী সহযোগীর হতে। সুতরাং কেউ যদি কোন বাঝিক কারণে তা প্রকাশ করে এবং এর দ্বারা বিডিজব18 ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পূর্ন দায় ভার তার উপর বর্তাবে। বিডিজব18 এর কোন দায় বহন করবে না।
বিডিজব18 ওয়েবসাইটের কোনো লেখা চিত্র, ছবি, অডিও-ভিডিও অনুমতি ছাড়া কপি করা সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। এর সম্পূর্ণ কপিরাইট বিডিজব18 সংরক্ষণ করে। যদি কেউ বিডিজব18 এর কোন আংশ কপি করে, তাহলে সে জাতীয় কপিরাইট আইনে শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। বিস্তারিত- http://copyrightoffice.gov.bd
[বি:দ্র: ভবিষৎতে এর সকল কিছু পরির্বতন পরিমার্জন করার ক্ষমতা বিডিজব18 এর এ্যাডমিন রাখে]
No comments