নিবার্চন কমিশন সচিবালয়ে নিয়োগ সার্কুলার [২৭৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি]
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওয়তাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে রাজস্ব খাত ভূক্ত নিম্নবর্ণিত পদে শূণ্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে। বিজ্ঞাপ্তি অনুসারে ২৭৩ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওযা হবে।
কম্পিউটার অপারেটরের বিভিন্ন পদ, হিসাব সহকারী, উচ্চমান সহকারী, স্টোর কিপার গড়িচালক, অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী, পরিচন্নতা কর্মী সহ মোট ১১টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আপনারা যার বাংলাদেশ নিবার্চন কমিশন সবিবালয়ের চাকুরীর জন্য আগ্রর্হী প্রার্থী তারা দেরি না করে অনলাইনে আবেদন করতে পারেন।
কিভাবে অনলাইনে আবেদন করবেন নিচে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে। আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আশা করছি সার্কুলাটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময় 04/08/2020 সকাল-10.00 টা হতে শুরু হবে।
আবেদনের শেষ সময় 03/09/2020 বিকাল- 05.00 টা শেষ হবে।
নিবার্চন কমিশন সচিবালয়ে নিয়োগ সার্কুলার
পিডিএফ সাকুর্লার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
প্রতি বছরের আপডেট জানতে এখানে ক্লিক করুন
No comments